মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৩৯
- হজ্জ্বের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৫৩৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি হজ্জ, উমরা অথবা আল্লাহর রাস্তায় জেহাদের নিয়তে বাহির হইয়াছে, অতঃপর ঐ পথে সে মারা গিয়াছে, তাহার জন্য গাজী, হাজী বা উমরাকারীর সওয়াব লেখা হইবে। —বায়হাকী শো' আবুল ঈমানে
كتاب المناسك
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ غَازِيًا ثُمَّ مَاتَ فِي طَرِيقِهِ كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ الْغَازِي وَالْحَاجِّ والمعتمِرِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৪০
- হজ্জ্বের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪০। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার এহরামের জন্য এহরাম বাঁধার পূর্বে এবং তাঁহার এহরাম খোলার জন্য (১০ তারিখে) কা'বার তওয়াফ করার পূর্বে খোশবু লাগাইয়াছি—এমন খোশবু, যাহাতে মেশক (কস্তুরী) ছিল, যেন আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীথায় এখনও খোশবু প্রব্যের ঔজ্জ্বল্য প্রত্যক্ষ করিতেছি, অথচ তখন তিনি মুহরিম ছিলেন। মোত্তাঃ
كتاب المناسك
بَابُ الْإِحْرَامِ وَالتَّلْبِيَةِ: الْفَصْل الأول
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ بِطِيبٍ فِيهِ مِسْكٌ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ