মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৫৫৩
- হজ্জ্বের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন হজ্জের এরাদা করিলেন লোকের মধ্যে ঘোষণা করিয়া দিলেন। সুতরাং লোক দলে দলে একত্র হইল। যখন তিনি বায়দা নামক স্থানে পৌঁছিলেন, এহরাম বাঁধিলেন। —বুখারী
كتاب المناسك
عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ الْحَجَّ أَذَّنَ فِي النَّاسِ فَاجْتَمَعُوا فَلَمَّا أَتَى الْبَيْدَاءَ أَحْرَمَ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ২৫৫৪
- হজ্জ্বের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মুশরিকরা তালবিয়াতে বলিত, 'হে খোদা! হাযির আছি, তোমার কোন শরীক নাই' – এই সময় রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, তোমাদের সর্বনাশ হউক, থাম থাম (আর আগে বাড়িও না। কিন্তু তাহারা আগে বাড়িয়া বলিত) — 'অবশ্য যে শরীক তোমার আছে যাহার মালিক তুমি এবং সে তোমার মালিক নহে।' মুশরিকরা ইহা বলিত এবং বায়তুল্লাহর তওয়াফ করিত। —মুসলিম
كتاب المناسك
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ: لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلَكُمْ قَدْ قَدْ» إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ. يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ. رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক: