মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৫৭
- হজ্জ্বের অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে
২৬৫৭। হযরত আলী (রাঃ) বলেন, এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি ‘তওয়াফুল ইফাযা’ করিয়াছি মাথা মুড়ানোর আগে। তিনি বলিলেনঃ ইহাতে কোন গোনাহ হইবে না, এখন মুড়াও বা ছাঁটাও। অতঃপর আরেক ব্যক্তি আসিয়া বলিল, আমি কাঁকর মারার আগে কোর —বানী করিয়াছি। হুযুর বলিলেন, ইহাতে কোন গোনাহ হইবে না, এখন কাঁকর মার। —তিরমিযী
كتاب المناسك
الْفَصْل الثَّانِي
عَن عَليّ قَالَ: أَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَفَضْتُ قَبْلَ أَنْ أَحْلِقَ فَقَالَ: «احْلِقْ أَوْ قَصِّرْ وَلَا حَرَجَ» . وَجَاءَ آخَرُ فَقَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ: «ارْمِ وَلَا حرج» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক: