মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৭০৫
- হজ্জ্বের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০৫। হযরত খুযাইমা ইবনে জাযী (রাঃ) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম যাবু' খাওয়া সম্পর্কে। তিনি বলিলেন, কেহ কি যাবু' খায়? অতঃপর জিজ্ঞাসা করিলাম, নেকড়ে খাওয়া সম্পর্কে। তিনি বলিলেন, নেকড়ে কি কেহ খায় যাহাতে ভালাই রহিয়াছে ? —হাদীসটি তিরমিযী বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন ইহার সনদ সবল নহে ।
كتاب المناسك
وَعَن خُزَيمةَ بنَ جَزَيّ قَالَ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الضَّبُعِ. قَالَ: أَوَ يَأْكُلُ الضَّبُعَ أَحَدٌ؟ . وَسَأَلْتُهُ عَنْ أَكْلِ الذِّئْبِ. قَالَ: «أوَ يَأَكلُ الذِّئْبَ أَحَدٌ فِيهِ خَيْرٌ؟» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: لَيْسَ إِسْنَاده بِالْقَوِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭০৭
- হজ্জ্বের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (৬ষ্ঠ হিজরীতে উমরা করিতে যাইয়া কুরাইশ কর্তৃক) বাধাপ্রাপ্ত হইলেন। অতঃপর মাথা মুড়াইলেন, বিবিদের সাথে সহবাস করিলেন এবং আপন কোরবানীর পশু জবাই করিলেন— অবশেষে পরবর্তী বৎসর উহার কাযাস্বরূপ উমরা করিলেন। বুখারী
كتاب المناسك
بَابُ الْإِحْصَارِ وَفَوْتِ الْحَجِّ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدْ أُحْصِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَلَقَ رَأَسَهُ وَجَامَعَ نِسَاءَهُ وَنَحَرَ هَدْيَهُ حَتَّى اعْتَمَرَ عَامًا قَابلا. رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ২৭০৮
- হজ্জ্বের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করিতে বাহির হইলাম আর কুরাইশের কাফেরগণ আসিয়া (হুদায়বিয়াতে) তাহার ও বায়তুল্লাহর মধ্যে বাধাস্বরূপ হইয়া দাড়াইল, সুতরাং নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় আপন কোরবানীর পশুসমূহ জবাই করিলেন ও মাথা মুড়াইলেন আর তাঁহার সহচরগণ মাথা ছাঁটাইলেন। -বুখারী
كتاب المناسك
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَالَ كَفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ فَنَحَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدَايَاهُ وَحَلَقَ وَقَصَّرَ أَصْحَابه. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক: