মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৭৪৯
- হজ্জ্বের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪৯। হযরত যুবায়র ইবনুল আওয়াম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ওজ্জের শিকার করা ও উহার কাঁটা গাছ কাটা হারাম আল্লাহর পক্ষ হইতে হারাম করা। – আবু দাউদ। মুহিউসসুন্নাহ বাগাবী বলেন, ওলামাগণ বলিয়াছেন, ওজ্জ হইল তায়েফের একটি অঞ্চল। খাত্তাবী إِنَّهَا শব্দের পরিবর্তে إِنَّه বলিয়াছেন।
كتاب المناسك
وَعَنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ صَيْدَ وَجٍّ وَعِضَاهَهُ حِرْمٌ مُحَرَّمٌ لِلَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ مُحْيِي السُّنَّةِ: «وَجٌّ» ذَكَرُوا أَنَّهَا مِنْ نَاحِيَةِ الطَّائِف وَقَالَ الْخطابِيّ: «إِنَّه» بدل «إِنَّهَا»
হাদীস নং: ২৭৫০
- হজ্জ্বের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মদীনায় মরিতে পারে সে যেন উহাতে মরে। কেননা, যে মদীনায় মরিবে আমি তাহার জন্য (বিশেষভাবে) সুপারিশ করিব। —আহমদ ও তিরমিযী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ্ তবে সনদ হিসাবে গরীব।
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوت بالمدية فليمت لَهَا فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح غَرِيب إِسْنَادًا
হাদীস নং: ২৭৫১
- হজ্জ্বের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কেয়ামতের নিকটবর্তী সময়ে) ইসলামী জনপদসমূহের মধ্যে মদীনা সর্বশেষে ধ্বংস হইবে। —তিরমিযী বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, হাদীসটি হাসান ও গরীব।
كتاب المناسك
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آخِرُ قَرْيَةٍ مِنْ قُرَى الْإِسْلَامِ خَرَابًا الْمَدِينَةُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫২
- হজ্জ্বের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫২। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ বাজালী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা আমার প্রতি ওহী করিয়াছিলেন, এই তিনটির মধ্যে যেটিতেই আপনি অবতরণ করিবেন সেটিই হইবে আপনার হিজরতস্থল—মদীনা, বাহরাইন ও কিন্নসরীন। – তিরমিযী
كتاب المناسك
وَعَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ: أَيَّ هَؤُلَاءِ الثَّلَاثَةِ نَزَلْتَ فَهِيَ دَارُ هِجْرَتِكَ الْمَدِينَةِ أَوِ الْبَحْرَيْنِ أَوْ قِنَّسْرِينَ . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীস নং: ২৭৫৩
- হজ্জ্বের অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৩। হযরত আবু বাকরা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ মদীনায় কানা দজ্জালের প্রভাব পৌঁছিবে না। তৎকালে মদীনার সাতটি দরজা হইবে এবং প্রত্যেক দরজায়ই দুইজন করিয়া ফিরিশতা মোতায়েন থাকিবেন। —বুখারী
كتاب المناسك
الْفَصْل الثَّالِث
عَنْ أَبِي بَكْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّالِ لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ» . رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭৫৪
- হজ্জ্বের অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৪। হযরত আনাস (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি এই দো'আ করিয়াছেন, আল্লাহ্! মক্কায় যাহা তুমি বরকত দান করিয়াছ মদীনায় উহার দুই গুণ বরকত দান কর। – মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعفَي مَا جعلت بِمَكَّة من الْبركَة»
tahqiq

তাহকীক: