মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮৯৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৫। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি মুসলমানদের উপর অভাব-অনটন সৃষ্টি করিয়া খাদ্যদ্রব্য গুদামজাত করিবে, (আশঙ্কা আছে) আল্লাহ্ তা'আলা তাহাকে কুষ্ঠ রোগে এবং দারিদ্র্যে পতিত করিবেন। —ইবনে মাজাহ্, বায়হাকী শোআবুল ঈমানে ও রযীন
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَرَزِينٌ فِي كِتَابِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৯৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে চল্লিশ দিন খাদ্যদ্রব্য গুদামজাত করিয়া রাখিবে, সে আল্লাহর আইন ভঙ্গকারী সাব্যস্ত হইবে এবং আল্লাহ্ তা'আলা তাহার হেফাযতের দায়িত্ব ত্যাগ করিবেন। —রযীন
كتاب البيوع
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَكَرَ طَعَامًا أَرْبَعِينَ يَوْمًا يُرِيدُ بِهِ الْغَلَاءَ فَقَدْ بَرِئَ مِنَ اللَّهِ وَبَرِئَ اللَّهُ مِنْهُ» . رَوَاهُ رَزِينٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৯৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৭। হযরত মুআয (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, গুদামজাতকারী ব্যক্তি কতই না ঘৃণিত! আল্লাহ্ তাআলা দ্রব্যমূল্য কমাইয়া দিলে সে চিন্তিত হয়। আর দ্রব্যমূল্য বেশী করিয়া দিলে সে আনন্দিত হয়। —বায়হাকী শোআবুল ঈমানে ও রযীন
كتاب البيوع
وَعَنْ مُعَاذٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: بِئْسَ الْعَبْدُ الْمُحْتَكِرُ: إِنْ أَرْخَصَ اللَّهُ الْأَسْعَارَ حَزِنَ وَإِنْ أَغْلَاهَا فَرِحَ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَرَزِينٌ فِي كِتَابِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৯৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৮। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত খাদ্যদ্রব্য গুদামজাত করিয়া রাখিবে, সে তাহার ঐ মাল দান-খয়রাত করিয়া দিলেও তাহার (গোনাহ্ মাফের) জন্য যথেষ্ট হইবে না। —রযীন
كتاب البيوع
وَعَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ احْتَكَرَ طَعَامًا أَرْبَعِينَ يَوْمًا ثمَّ تَصَدَّقَ بِهِ لَمْ يَكُنْ لَهُ كَفَّارَةً» . رَوَاهُ رزين
tahqiq

তাহকীক: