মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ২৯৯৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৫। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কিয়ামতের দিন আল্লাহ্ তিন ব্যক্তির সাথে কথা বলিবেন না এবং তাহাদের প্রতি (রহমতের নজরে) দেখিবেন না। (১) যে ব্যক্তি কোন পণ্য সম্পর্কে হলফ করিয়াছে যে, “ইহার যে মূল্য বলা হইতেছে তাহা অপেক্ষা অধিক মূল্য বলা হইয়া গিয়াছে,” অথচ সে মিথ্যুক। (২) যে ব্যক্তি অপর মুসলমানের মাল গ্রহণ করিতে আসরের পর মিথ্যা হলফ করিয়াছে এবং (৩) যে ব্যক্তি অতিরিক্ত পানিতে বাধা দিয়াছে। তখন আল্লাহ্ বলিবেন, আজ আমি বাধা দিব তোমার প্রতি আমার অনুগ্রহে, যেভাবে তুমি বাধা দিয়াছিলে যাহা তোমার হাত সৃষ্টি করে নাই তাহাতে। — মোত্তাঃ
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أُعْطِيَ بِهَا أَكْثَرَ مِمَّا أُعْطِيَ وَهُوَ كَاذِبٌ وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ: الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَاء لم تعْمل يداك «
وَذُكِرَ حَدِيثُ جَابِرٍ فِي» بَابِ الْمَنْهِيِّ عَنْهَا من الْبيُوع
وَذُكِرَ حَدِيثُ جَابِرٍ فِي» بَابِ الْمَنْهِيِّ عَنْهَا من الْبيُوع
তাহকীক:
হাদীস নং: ২৯৯৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৬। তাবেয়ী হযরত হাসান বসরী (রঃ) হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ) হইতে, তিনি নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মালিকহীন যমীনের চারি পার্শ্বে দেওয়াল ঘেরা দিয়াছে সে যমীন তাহার।—আবু দাউদ
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَاطَ حَائِطًا عَلَى الْأَرْضِ فَهُوَ لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ২৯৯৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৭। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) (তাঁহার স্বামী) যুবায়রকে এক খণ্ড খেজুর বাগান দান করিয়া ছিলেন। —–আবু দাউদ
كتاب البيوع
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ لِلزُّبَيْرِ نخيلا. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: