মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৬৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৮। সেই বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার নিকট পৌঁছিলেন, তখন তাহার নিকট ছিল একটি পুরুষ। ইহা যেন হুযূর না-পছন্দ করিলেন। আয়েশা বলিলেন, ইনি আমার দুধ-ভাই। তখন তিনি বলিলেনঃ দেখ, তোমার ভাই কাহারা? ভাই হয় দুধের বয়সে ক্ষুধায় দুধ খাইলেই। —মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ فَكَأَنَّهُ كَرِهَ ذَلِكَ فَقَالَت: إِنَّه أخي فَقَالَ: «انظرن من إخوانكن؟ فَإِنَّمَا الرضَاعَة من المجاعة»
হাদীস নং: ৩১৬৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৯। হযরত ওকবা ইবনে হারেস (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি আবু এহাব ইবনে আযীযের একটি কন্যাকে বিবাহ করিলেন। অতঃপর একটি স্ত্রীলোক আসিয়া বলিল, আমি ওকবাকে এবং সে যাহাকে বিবাহ করিয়াছে তাহাকে দুধ খাওয়াইয়াছি। ওকরা তাহাকে বলিলেন, আমি জানি না যে, আপনি আমাকে দুধ খাওয়াইয়াছেন এবং কখনও আমাকে ইহা বলেন নাই। অতঃপর ওকবা আবু এহাব পরিবারের নিকট লোক পাঠাইয়া তাহাদিগকে ইহা জিজ্ঞাসা করিলেন। তাহারা বলিল, আমরাও জানি না যে, সে আমাদের পাত্রীকে দুধ খাওয়াইয়াছে। অতঃপর ওকবা মদীনায় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তাহাকে ইহা জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তোমরা কিভাবে এক সাথে থাকিতে পার যখন বলা হইয়াছে যে, তোমরা দুধ-ভাই বোন। সুতরাং একবা তাহাকে পৃথক করিয়া দিল এবং সেই নারী অন্যকে বিবাহ করিল। বোখারী
كتاب النكاح
وَعَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ: أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ فَأَتَتِ امْرَأَةٌ فَقَالَتْ: قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ بِهَا فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ قَدْ أَرْضَعْتِنِي وَلَا أَخْبَرْتِنِي فَأَرْسَلَ إِلَى آلِ أَبِي إِهَابٍ فَسَأَلَهُمْ فَقَالُوا: مَا عَلِمْنَا أَرْضَعْتَ صَاحِبَتُنَا فَرَكِبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ؟» فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زوجا غَيره. رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৩১৭০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের তারিখে আওতাসের দিকে এক সৈন্যদল পাঠাইলেন। তাহারা শত্রুর সম্মুখীন হইল এবং তাহাদের সাথে যুদ্ধ করিল, অবশেষে তাহাদের উপর জয়ী হইল এবং বহু নারী তাহাদের অধিকারে আসিল। অতঃপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কিছু কিছু লোক ঐ নারীদের মুশরিক স্বামী থাকার কারণে তাহাদের সাথে সহবাস করাকে দূষণীয় মনে করিতে লাগিল। তখন আল্লাহ্ তা'আলা এ ব্যাপারে আয়াত নাযিল করিলেন, " এবং (তোমাদের প্রতি হারাম করা হইয়াছে) সধবা নারী, কিন্তু যাহারা তোমাদের অধিকারে আসিয়াছে (তাহারা নহে)।” রাবী বলেন, অর্থাৎ, তাহারা তোমাদের জন্য হালাল যখন তাহাদের ইন্দত পূর্ণ হইয়া যায়। মুসলিম
كتاب النكاح
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ بَعَثَ جَيْشًا إِلَى أَوْطَاسٍ فَلَقُوا عَدُوًّا فَقَاتَلُوهُمْ فَظَهَرُوا عَلَيْهِمْ وَأَصَابُوا لَهُمْ سَبَايَا فَكَأَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحَرَّجُوا مِنْ غِشْيَانِهِنَّ مِنْ أَجْلِ أَزْوَاجِهِنَّ مِنَ الْمُشْرِكِينَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِي ذَلِكَ (وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاء إِلَّا مَا ملكت أَيْمَانكُم)

أَيْ فَهُنَّ لَهُمْ حَلَالٌ إِذَا انْقَضَتْ عِدَّتُهُنَّ. رَوَاهُ مُسلم
হাদীস নং: ৩১৭১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন নারীকে তাহার ফুফুর সাথে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন, আর ফুফুকে তাহার ভাইঝির সাথে, কোন মেয়েকে তাহার খালার সাথে, আর খালাকে তাহার বোনের মেয়ের সাথে। এইরূপে ছোট ভগ্নীকে বড় ভগ্নীর সাথে এবং বড় ভগ্নীকে ছোট ভগ্নীর সাথে। —তিরমিযী, আবু দাউদ, দারেমী ও নাসায়ী। তবে নাসায়ীর বর্ণনা 'ভগ্নীর মেয়ে' পর্যন্ত।
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوِ الْعَمَّةُ عَلَى بِنْتِ أَخِيهَا وَالْمَرْأَةُ عَلَى خَالَتِهَا أَوِ الْخَالَةُ عَلَى بِنْتِ أُخْتِهَا لَا تُنْكَحُ الصُّغْرَى عَلَى الْكُبْرَى وَلَا الْكُبْرَى عَلَى الصُّغْرَى. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدارمي وَالنَّسَائِيّ وَرِوَايَته إِلَى قَوْله: بنت أُخْتهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৭২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭২। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, একদা আমার মামু আবু বোরদা ইবনে নেয়ার আমার নিকট দিয়া যাইতেছিলেন, তখন তাঁহার হাতে ছিল একটি পতাকা। আমি বলিলাম, কোথায় যাইতেছেন? তিনি বলিলেন, আমাকে নবী করীম (ﷺ) এক ব্যক্তির নিকট তাহার মাথা কাটিয়া আনিতে পাঠাইয়াছেন, যে তাহার বাপের পত্নীকে বিবাহ করিয়াছে। —তিরমিযী ও আবু দাউদ।
كتاب النكاح
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: مَرَّ بِي خَالِي أَبُو بردة بن دِينَار وَمَعَهُ لِوَاءٌ فَقُلْتُ: أَيْنَ تَذْهَبُ؟ قَالَ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ آتِيهِ بِرَأْسِهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد