মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৩৪০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৪০। ইমাম মালেক বলেন, আমার নিকট বিশ্বস্ত সূত্রে পৌঁছিয়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বাঁদীদের সাথে এক ঋতু ইস্তেবরা করিতে বলিতেন, যদি সে ঋতুধারিণী হয় আর তিন মাস যদি তার ঋতু না আসে এবং তিনি নিষেধ করিতেন অন্যের খেতে পানি দিতে।
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَن مَالِكٍ قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِاسْتِبْرَاءِ الْإِمَاءِ بِحَيْضَةٍ إِنْ كَانَتْ مِمَّنْ تَحِيضُ وَثَلَاثَةِ أَشْهُرٍ إِنْ كَانَت مِمَّن تحيض وَينْهى عَن سقِِي مَاء الْغَيْر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৩৪১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৪১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, যখন কোন সহবাস করা বাঁদী দান করা হয় অথবা বিক্রি করা হয় অথবা আযাদ করা হয়, তখন দ্বিতীয় মালিক বা স্বামী যেন তাহার গর্ভাশয়ের ইস্তেবরা করে এক ঋতু। তবে কুমারীর ইস্তেবরা করার দরকার হয় না। —রযীন উক্ত হাদীস দুইটি বর্ণনা করিয়াছেন।
كتاب النكاح
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّهُ قَالَ: إِذَا وُهِبَتْ الْوَلِيدَةُ الَّتِي تُوطَأُ أَوْ بِيعَتْ أَوْ أُعْتِقَتْ فَلْتَسْتَبْرِئْ رَحِمَهَا بِحَيْضَةٍ وَلَا تُسْتَبْرَئُ الْعَذْرَاءُ. رَوَاهُمَا رزين
tahqiq

তাহকীক: