মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৩৮৫
- গোলাম আযাদ করা সম্পর্কিত
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৩৮৫। হযরত আমর ইবনে আবাসা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে কোন ব্যক্তি এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করিল যে, তথায় আল্লাহ্ তা'আলার যিকর (তথা নামায, দো'আ কালামুল্লাহর তেলাওয়াত ইত্যাদি) করা হইবে, তাহার জন্য বেহেশতের মধ্যে একখানা ঘর নির্মাণ করা হইবে। আর যে ব্যক্তি কোন একটি মুসলমান গোলামকে দাসত্ব হইতে মুক্ত করিবে, তাহার এই কাজ (বদান্যতা) তাহার জন্য দোযখের আগুন হইতে মুক্তিপণ হিসাবে গণ্য হইবে এবং যে ব্যক্তি আল্লাহর পথে (জেহাদে ব্যস্ত থাকিয়া) বৃদ্ধ হইয়াছে, তাহার এই বার্ধক্য তাহার জন্য কিয়ামতের দিন উজ্জ্বল আলোরূপে পরিণত হইবে। — শরহে সুন্নাহ্
كتاب العتق
وَعَن عَمْرو بن عبسة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ بَنَى مَسْجِدًا لِيُذْكَرَ اللَّهُ فِيهِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ وَمَنْ أَعْتَقَ نَفْسًا مُسْلِمَةً كَانَتْ فِدْيَتَهُ مِنْ جَهَنَّمَ. وَمَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْم الْقِيَامَة» . رَوَاهُ فِي شرح السّنة
tahqiq

তাহকীক: