মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪০৬৪
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
শিকার ও যবাহ্ পর্বঃ
প্রথম অনুচ্ছেদ
৪০৬৪। হযরত আদী ইবনে হাতেম (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন: যখন তুমি তোমার কুকুরকে (শিকারের প্রতি) ছাড়িয়া দিবে, তখন আল্লাহর নাম লইবে। যদি সে শিকার ধরিয়া তোমার জন্য রাখিয়া দেয়, আর তুমিও শিকারকৃত জানোয়ারটিকে জীবিত অবস্থায় পাইয়া থাক, তখন তুমি উহাকে যবাহ্ করিয়া দাও। আর যদি তুমি উহাকে এমন অবস্থায় পাও যে, সে উহাকে মারিয়া ফেলিয়াছে, কিন্তু সে উহার কোন অংশ খায় নাই, তখন তুমি উহা খাইতে পার। আর যদি সে কিছু খাইয়া থাকে, তবে তুমি খাইবে না। কেননা, (তখন ইহাই বুঝিতে হইবে যে, সে উহা নিজের জন্যই শিকার করিয়াছে। আর যদি তুমি তোমার নিজের কুকুরের সঙ্গে অন্যের কুকুর দেখিতে পাও যে, তাহারা শিকার ধরিয়া উহাকে মারিয়াও ফেলিয়াছে, তখন উহা খাইতে পারিবে না। কেননা, তুমি অবগত নও যে, তাহাদের উভয়ের মধ্যে কে শিকার ধরিয়াছে বা মারিয়াছে। আর যখন তুমি তোমার তীর নিক্ষেপ কর তখন আল্লাহর নাম লইবে অতঃপর যদি (উক্ত শিকার) ন্যূনতম একদিন তোমার নিকট অদৃশ্য থাকে (এবং তুমি উহাকে মৃত অবস্থায় পাও) এবং উহার গায়ে একমাত্র তোমার তীরের চিহ্ন ব্যতীত অন্য কিছুর আঘাত না পাও, তখন ইচ্ছা করিলে উহাকে খাইতে পার। কিন্তু যদি তুমি উহাকে পানিতে ডুবা অবস্থায় পাইয়া থাক, তখন উহা আর খাইতে পারিবে না। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
كتاب الصَّيْد والذبائح: الْفَصْل الأول
عَن عدِيِّ بنِ حاتِمٍ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ أَمْسَكَ عَلَيْكَ فَأَدْرَكْتَهُ حَيًّا فَاذْبَحْهُ وَإِنْ أَدْرَكْتَهُ قَدْ قَتَلَ وَلَمْ يَأْكُلْ مِنْهُ فَكُلْهُ وَإِنْ أَكَلَ فَلَا تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ فَإِنْ وَجَدْتَ مَعَ كَلْبِكَ كَلْبًا غَيْرَهُ وَقَدْ قَتَلَ فَلَا تَأْكُلْ فَإِنَّكَ لَا تَدْرِي أَيُّهُمَا قَتَلَ. وَإِذَا رَمَيْتَ بِسَهْمِكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ غَابَ عَنْكَ يَوْمًا فَلَمْ تَجِدْ فِيهِ إِلَّا أَثَرَ سَهْمِكَ فَكُلْ إِنْ شِئْتَ وَإِنْ وَجَدْتَهُ غَرِيقًا فِي الْمَاءِ فَلَا تأكُلْ»