মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১২ টি

হাদীস নং: ৪৪৮৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৮৯। হযরত আবু তালহা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। ফিরিশতাগণ সেই ঘরে প্রবেশ করেন না যাহাতে কুকুর রহিয়াছে এবং সেই ঘরেও না, যাহাতে আছে (প্রাণীর) ছবি। - -মোত্তাঃ
كتاب اللباس
بَابُ التَّصَاوِيرِ: الْفَصْل الأول
عَن أبي طَلْحَة قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تصاوير»
হাদীস নং: ৪৪৯০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হযরত মায়মুনা (রাঃ) হইতে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় ভোর করিলেন এবং বলিলেন : জিব্বায়ীল (আঃ) এই রাত্রে আমার সহিত সাক্ষাৎ করিবেন বলিয়া ওয়াদা করিয়াছিলেন,কিন্তু সাক্ষাৎ করেন নাই। আল্লাহর কসম। তিনি তো কখনো আমার সাথে কথা দিয়া খেলাফ করেন নাই। অতঃপর তাহার মনে পড়িল ঐ কুকুর ছানাটির কথা, যাহা তাহার তাবুর নীচে ছিল।তখনই তিনি উহাকে ঐখান হইতে বাহির করিয়া দেওয়ার নির্দেশ দিলেন। ইহার পর উহাকে বাহির করিয়া দেওয়া হইল। অতঃপর কুকুরটি যে জায়গায় বসা ছিল, তিনি সেই জায়গায় কিছু পানি নিজ হাতে নিয়া ছিটাইয়া দিলেন। পরে যখন বিকাল হইল, হযরত জিবরায়ীল (আঃ) তাহার সাথে সাক্ষাৎ করিলেন। তখন নবী (ছাঃ) বলিলেন, গত রাত্রে আপনি আমার সহিত সাক্ষাৎ করার ওয়াদা করিয়াছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ, (সাক্ষাতের ওয়াদা করিয়াছিলাম) কিন্তু আমরা এমন ঘরে প্রবেশ করি না যেই ঘরে কুকুর বা ছবি থাকে। পরের দিন সকালে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুকুর মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন, এমন কি ছোট ছোট বাগানের (হেফাযতে রক্ষিত) কুকুরগুলিকেও মারার হুকুম দিলেন (কেননা, উহার জন্য কুকুর পোষার প্রয়োজন নাই,) তবে বড় বড় বাগানের কুকুরগুলিকে ছাড়িয়া দেন। (অর্থাৎ, এগুলিকে মারিতে বলেন নাই।) — মুসলিম
كتاب اللباس
وَعَن ابنِ عبَّاسٍ عَنْ مَيْمُونَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أصبحَ يَوْمًا واجماً وَقَالَ: «إِنَّ جِبْرِيلَ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِيَ اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِي أَمَ وَاللَّهِ مَا أَخْلَفَنِي» . ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ فُسْطَاطٍ لَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ ثُمَّ أَخَذَ بيدِه مَاء فنضحَ مَكَانَهُ فَلَمَّا أَمْسَى لقِيه جِبْرِيلَ فَقَالَ: «لَقَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِي الْبَارِحَةَ» . قَالَ: أَجَلْ وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ فَأَصْبَحَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ فَأَمَرَ بِقَتْلِ الْكلاب حَتَّى إِنه يَأْمر بقتل الْكَلْب الْحَائِطِ الصَّغِيرِ وَيَتْرُكُ كَلْبَ الْحَائِطِ الْكَبِيرِ. رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গৃহে (প্রাণীর) ছবিযুক্ত কোন জিনিসই রাখিতেন না; বরং তাহা ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলিতেন। —বুখারী
كتاب اللباس
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯২। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার তিনি একটি গদি (বা আসন) খরিদ করিলেন। উহাতে প্রাণীর অনেকগুলি ছবি ছিল। যখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বাহির হইতে) উহা দেখিলেন; দরজায় দাড়াইয়া গেলেন, ঘরে প্রবেশ করিলেন না। আমি তাঁহার চেহারায় ঘৃণার ভাব দেখিতে পাইলাম। হযরত আয়েশা (রাঃ) বলেন, তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আমি (আমার গুনাহের জন্য) আল্লাহ ও তাহার রাসূলের কাছে তওবা করিতেছি। বলুন তো, আমি কি অপরাধ করিয়াছি? তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন এই গদিটি কেন? আমি বলিলাম, আপনার বসার এবং বিছানা হিসাবে ব্যবহার করার জন্য আমি উহা খরিদ করিয়াছি। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই সমস্ত ছবি যাহারা তৈয়ার করিয়াছে, কিয়ামতের দিন তাহাদিগকে শাস্তি দেওয়া হইবে এবং তাহাদিগকে বলা হইবে, যাহা তোমরা বানাইয়াছ তাহাতে জীবন দান কর, অতঃপর বলিলেন, ফিরিশতাগণ কখনো এমন ঘরে প্রবেশ করেন না, যেই ঘরে (প্রাণীর) ছবি থাকে।
كتاب اللباس
وَعَنْهَا أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أتوبُ إِلى الله وإِلى رَسُوله مَا أذنبتُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ؟» قُلْتُ: اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ . وَقَالَ: «إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّورَةُ لَا تدخله الْمَلَائِكَة»
হাদীস নং: ৪৪৯৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৩। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার তিনি ঘরের জানালায় একটি পর্দা ঝুলাইয়া ছিলেন। উহাতে ছিল প্রাণীর প্রতিকৃতি। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে ছিঁড়িয়া ফেলিলেন। অতঃপর হযরত আয়েশা (রাঃ) সেই কাপড়ের খণ্ড দ্বারা দুইটি বালিশ বানাইয়া নিলেন এবং উহা ঘরের মধ্যেই ছিল। হুযূর (ছাঃ) উহাতে হেলান দিয়া বসিতেন।
كتاب اللباس
وعنها أَنَّهَا كَانَت عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ فَهَتَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَتْ مِنْهُ نُمرُقتين فكانتا فِي الْبَيْت يجلسُ عَلَيْهِم
হাদীস নং: ৪৪৯৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে রওয়ানা হইয়া গিয়াছেন। আর আমি (তাহার অবর্তমানে) একখানা কাপড় লইয়া পর্দাস্বরূপ ঘরের দরজায় ঝুলাইয়া রাখিয়াছিলাম। যখন তিনি সফর শেষে ফিরিয়া আসিলেন এবং পর্দাটি দেখিলেন, তখন তিনি, উহাকে টানিয়া লইয়া ছিঁড়িয়া ফেলিলেন। অতঃপর বলিলেন: নিশ্চয় আল্লাহ্ তা'আলা আমাদিগকে এই আদেশ করেন নাই যে, আমরা ইট এবং পাথরকেও যেন কাপড়-চোপড় পরিধান করাই। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي غَزَاةٍ فَأَخَذَتْ نَمَطًا فَسَتَرَتْهُ عَلَى الْبَابِ فَلَمَّا قَدِمَ فَرَأَى النَّمَطَ فَجَذَبَهُ حَتَّى هَتَكَهُ ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَمْ يَأْمُرْنَا أَنْ نَكْسُوَ الْحِجَارَةَ وَالطِّينَ»
হাদীস নং: ৪৪৯৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন; কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব ভোগ করিবে এমন সব লোকেরা যাহারা আল্লাহর সৃষ্টির সহিত সাদৃশ্যতা করে। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخلق الله»
হাদীস নং: ৪৪৯৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহ্ তা'আলা বলিয়াছেন : আমার সৃষ্টির মত করিয়া যে ব্যক্তি (কোন প্রাণী) সৃষ্টি করিতে যায়, তাহার চাইতে বড় যালিম আর কে আছে ? সুতরাং (যদি তাহারা এমনই দাবী করে, তাহা হইলে) তাহারা একটি পিঁপড়া বা শস্যদানা কিংবা "একটি যব সৃষ্টি করুক তো দেখি? —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَعَالَى: وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ بِخلق كخلقي فلْيخلقوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন : (কিয়ামতের দিন) আল্লাহ্ তা'আলার নিকট সবচাইতে কঠিন আযাব হইবে ছবি প্রস্তুতকারীদের। - -মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ المصوِّرون»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামী। সে যতগুলি ছবি তৈয়ার করিয়াছে (কিয়ামতের দিন) সেগুলির মধ্যে প্রাণ দান করা হইবে এবং জাহান্নামে শাস্তি দেওয়া হইবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যদি তোমাকে একান্তই ছবি তৈয়ার করিতে হয়, তাহা হইলে গাছ-গাছড়া এবং এমন জিনিসের ছবি তৈয়ার কর, যাহার মধ্যে প্রাণ নাই। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسًا فَيُعَذِّبُهُ فِي جَهَنَّمَ» . قَالَ ابْن عَبَّاس: فَإِن كنت لابد فَاعِلًا فَاصْنَعِ الشَّجَرَ وَمَا لَا رُوحَ فِيهِ
হাদীস নং: ৪৪৯৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলেনঃ যে ব্যক্তি এমন স্বপ্নের কথা বর্ণনা করিবে, যাহা সে দেখে নাই, তাহাকে (কিয়ামতের দিন) দুইটি যবের বীজে গিট লাগানোর জন্য বাধ্য করা হইবে। অথচ সে কিছুতেই গিঁট লাগাইতে পারিবে না। আর যে ব্যক্তি অন্য লোকদের আলোচনা কান পাতিয়া শুনিবে, অথচ তাহারা এই ব্যক্তির শুনাটা পছন্দ করে না অথবা তাহারা এই ব্যক্তি হইতে দূরে থাকিতে চায়, কিয়ামতের দিন তাহার কানে গলিত সীসা ঢালিয়া দেওয়া হইবে। আর যে লোক (কোন প্রাণীর) ছবি তৈয়ার করিবে, তাহাকে শাস্তি দেওয়া হইবে এবং ঐগুলিতে প্রাণ দান করার জন্য বাধ্য করা হইবে, অথচ সে কিছুতেই প্রাণ ফুঁকিতে পারিবে না। -বুখারী
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَفْعَلَ وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبَ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৪৫০০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০০। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি দাবা খেলিল, সে যেন তাহার হাতকে শূকরের রক্ত-মাংস দ্বারা রঞ্জিত করিল। —মুসলিম
كتاب اللباس
وَعَنْ بُرَيْدَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ» . رَوَاهُ مُسْلِمٌ