মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৫০২৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি দুই জন বান্দা মহান আল্লাহর জন্য একে অপরকে ভালবাসে, অথচ একজন প্রাচ্যে এবং অপর জন পাশ্চাত্যে বাস করে। আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাহাদের উভয়কে একত্র করিয়া বলিবেনঃ এই সেই ব্যক্তি যাহাকে তুমি আমার সন্তুষ্টির জন্য মহব্বত করিতে।
كتاب الآداب
وَعَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَنَّ عَبْدَيْنِ تَحَابَّا فِي اللَّهِ عَزَّ وَجَلَّ وَاحِدٌ فِي الْمَشْرِقِ وَآخَرُ فِي الْمَغْرِبِ لَجَمَعَ اللَّهُ بَيْنَهُمَا يَوْمَ الْقِيَامَةِ. يَقُولُ: هَذَا الَّذِي كُنْتَ تُحِبُّهُ فِي
هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَنَّ عَبْدَيْنِ تَحَابَّا فِي اللَّهِ عَزَّ وَجَلَّ وَاحِدٌ فِي الْمَشْرِقِ وَآخَرُ فِي الْمَغْرِبِ لَجَمَعَ اللَّهُ بَيْنَهُمَا يَوْمَ الْقِيَامَةِ. يَقُولُ: هَذَا الَّذِي كُنْتَ تُحِبُّهُ فِي
তাহকীক:
হাদীস নং: ৫০২৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২৫। হযরত আবু রাযীন (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে বলিলেনঃ আমি কি তোমাকে দ্বীন ইসলামের বুনিয়াদী বিষয় সম্পর্কে অবগত করিব না? যাহার দ্বারা তুমি দুনিয়া ও আখেরাতের কল্যাণলাভ করিতে পারিবে। তুমি সর্বদা আহলে যিকরের' (অর্থাৎ, যাহারা আল্লাহ্ তা'আলার যিকরে রত থাকে, তাহাদের) সাহচর্য অবধারিত করিয়া লও। আর যখন একাএকী হও তখন সাধ্যানুযায়ী আল্লাহ্ তা'আলার যিকরে আপন রসনাকে রত রাখ। আর আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য কাহাকেও ভালবাসিবে এবং আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য কাহারও সাথে শত্রুতা রাখিবে। হে আবু রাযীন! তুমি কি জান ? যখন কোন ব্যক্তি তাহার কোন (মুসলমান) ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশে নিজের ঘর হইতে বাহির হয় তখন তাহার পিছনে সত্তর হাজার ফিরিশতা থাকে—তাহারা সকলে তাহার জন্য দোআ করে এবং বলেঃ হে আমাদের রব! এই ব্যক্তি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য (তাহার ভাইয়ের সাথে) মিলিত হইয়াছে। অতএব, তুমিও তাহাকে তোমার অনুগ্রহের অন্তর্ভুক্ত কর। সুতরাং তুমি যদি তোমার দেহকে এই কাজে ব্যবহার করিতে পার তবে তাহাই কর।
كتاب الآداب
وَعَن أبي
رَزِينٍ أَنَّهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أَدُلُّكَ عَلَى مِلَاكِ هَذَا الْأَمْرِ الَّذِي تُصِيبُ بِهِ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ؟ عَلَيْكَ بِمَجَالِسِ أَهْلِ الذِّكْرِ وَإِذَا خَلَوْتَ فَحَرِّكْ لِسَانَكَ مَا اسْتَطَعْتَ بِذِكْرِ اللَّهِ وَأَحِبَّ فِي اللَّهِ وَأَبْغِضْ فِي اللَّهِ يَا أَبَا رَزِينٍ هَلْ شَعَرْتَ أَنَّ الرَّجُلَ إِذَا خَرَجَ مَنْ بَيْتِهِ زَائِرًا أَخَاهُ شَيَّعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ كُلُّهُمْ يُصَلُّونَ عَلَيْهِ وَيَقُولُونَ: رَبَّنَا إِنَّهُ وَصَلَ فِيكَ فَصِلْهُ؟ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تُعْمِلَ جَسَدَكَ فِي ذَلِك فافعل
رَزِينٍ أَنَّهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أَدُلُّكَ عَلَى مِلَاكِ هَذَا الْأَمْرِ الَّذِي تُصِيبُ بِهِ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ؟ عَلَيْكَ بِمَجَالِسِ أَهْلِ الذِّكْرِ وَإِذَا خَلَوْتَ فَحَرِّكْ لِسَانَكَ مَا اسْتَطَعْتَ بِذِكْرِ اللَّهِ وَأَحِبَّ فِي اللَّهِ وَأَبْغِضْ فِي اللَّهِ يَا أَبَا رَزِينٍ هَلْ شَعَرْتَ أَنَّ الرَّجُلَ إِذَا خَرَجَ مَنْ بَيْتِهِ زَائِرًا أَخَاهُ شَيَّعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ كُلُّهُمْ يُصَلُّونَ عَلَيْهِ وَيَقُولُونَ: رَبَّنَا إِنَّهُ وَصَلَ فِيكَ فَصِلْهُ؟ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تُعْمِلَ جَسَدَكَ فِي ذَلِك فافعل
তাহকীক:
হাদীস নং: ৫০২৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, বেহেশতে অবশ্য ইয়াকুত পাথরের স্তম্ভসমূহ রহিয়াছে, যাহার উপরে জমরুদের বালাখানা রহিয়াছে। উহার দ্বারসমূহ সর্বদা উন্মুক্ত—যাহা উজ্জ্বল তারকারাজির মত চক্চক্ করিতেছে। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। উহাতে কাহারা বাস করিবে? তিনি বলিলেনঃ ঐ সমস্ত লোকেরা—যাহারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের সহিত মহব্বত রাখে, আল্লাহর মহব্বতে একত্রে বসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরে সাক্ষাৎ করে। —হাদীস তিনটি বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الآداب
وَعَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجَنَّةِ لَعُمُدًا مِنْ يَاقُوتٍ عَلَيْهَا غُرَفٌ مِنْ زَبَرْجَدٍ لَهَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ تُضِيءُ كَمَا يُضِيءُ الْكَوْكَبُ الدُّرِّيُّ» . فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَسْكُنُهَا؟ قَالَ: «الْمُتَحَابُّونَ فِي اللَّهِ وَالْمُتَجَالِسُونَ فِي اللَّهِ وَالْمُتَلَاقُونَ فِي اللَّهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»
هُرَيْرَةَ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجَنَّةِ لَعُمُدًا مِنْ يَاقُوتٍ عَلَيْهَا غُرَفٌ مِنْ زَبَرْجَدٍ لَهَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ تُضِيءُ كَمَا يُضِيءُ الْكَوْكَبُ الدُّرِّيُّ» . فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَسْكُنُهَا؟ قَالَ: «الْمُتَحَابُّونَ فِي اللَّهِ وَالْمُتَجَالِسُونَ فِي اللَّهِ وَالْمُتَلَاقُونَ فِي اللَّهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»
তাহকীক:
হাদীস নং: ৫০২৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০২৭। হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন ব্যক্তির জন্য হালাল নয় যে, তিন দিনের অধিক সে অপর কোন (মুসলমান) ভাইকে ত্যাগ করে। কোথাও পরস্পরে দেখা-সাক্ষাৎ হইলে একজন একদিকে আরেকজন অন্যদিকে মুখ ফিরাইয়া নেয়; আর তাহাদের দুই জনের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করিবে। মোত্তাঃ
كتاب الآداب
بَابُ مَا يُنْهٰى عَنْهُ مِنَ التَّهَاجِرُ وَالتَّقَاطُعِ وَاتِّبَاعِ الْعَوْرَاتِ: الْفَصْل الأول
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِلرَّجُلِ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيعرض هَذَا ويعرض هذاوخيرهما الَّذِي يبْدَأ بِالسَّلَامِ» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৫০২৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০২৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কাহারও সম্পর্কে (মন্দ) ধারণা হইতে বাঁচিয়া থাক। কেননা, আনুমানিক ধারণা বড় ধরনের মিথ্যা। কাহারও কোন দোষের কথা জানিতে চেষ্টা করিও না। গোয়েন্দাগিরি করিও না। ক্রয়-বিক্রয়ে ধোকাবাজি করিও না। পরস্পর হিংসা রাখিও না। পরস্পর শত্রুতা করিও না এবং একে অন্যের পিছনে লাগিও না। বরং পরস্পর এক আল্লাহর বান্দা ও ভাই ভাই হইয়া থাক, অপর এক বর্ণনায় আছে, পরস্পর লোভ-লালসা করিও না। মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا» . وَفِي رِوَايَة: «وَلَا تنافسوا» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক: