মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৮৬৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - মিরাজের বর্ণনা
৫৮৬৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, (মে'রাজের ব্যাপারে) কোরাইশরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করিতে চেষ্টা করিল, তখন আমি কা'বাগৃহের হাতীমে দাঁড়াইলাম। তখন আল্লাহ্ তা'আলা বায়তুল মুকাদ্দাস মসজিদখানা আমার সম্মুখে প্রকাশ করিয়া দিলেন। ফলে আমি উহার দিকে তাকাইয়া উহার চিহ্ন ও নিদর্শনগুলি তাহাদিগকে বলিয়া দিতে থাকিলাম। – মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
اَلْفصْلُ الثَّالِثُ
عَن جَابِرٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ فَجَلَّى اللَّهُ لِيَ بَيْتَ الْمَقْدِسِ فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক: