মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৬০০৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০৪। নাফে' (রহঃ) হইতে বর্ণিত, হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবাইরের যুগে সৃষ্ট ফেত্নার সময় দুই ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ)-এর নিকট আসিয়া বলিল, লোকজন যাহাকিছু করিতেছে তাহা তো আপনি দেখিতেছেন। অথচ আপনি একদিকে ওমরের পুত্র এবং অপর দিকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একজন সাহাবী। এতদ্সত্ত্বেও আপনাকে (খেলাফতের দাবী লইয়া) বাহির হইতে কিসে বাধা দিতেছে? তিনি উত্তর দিলেন, ইহা আমাকে বাধা দিতেছে যে, আল্লাহ্ তা'আলা আমার উপর মুসলমান ভাইয়ের রক্ত হারাম করিয়া দিয়াছেন। তাহারা বলিল, আল্লাহ্ তা'আলা কি বলেন নাই যে, ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত তাহাদের বিরুদ্ধে লড়াই কর? ইবনে ওমর (রাঃ) বলিলেন, [রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায়] আমরা লড়াই করিয়াছি, যাহাতে ফেনা মিটিয়া যায় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আর আজ তোমরা লড়াই করিতে চাও, যাহাতে ফেতনা সৃষ্টি হয় এবং আল্লাহ্ ছাড়া অন্যের (গায়রুল্লাহ্) দ্বীন প্রতিষ্ঠিত হয়। —বুখারী
كتاب المناقب
وَعَن نَافِع عَن ابْنَ عُمَرَ أَتَاهُ رَجُلَانِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَا: إِنَّ النَّاسَ صَنَعُوا مَا تَرَى وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ؟ فَقَالَ: يَمْنعنِي أنَّ اللَّهَ حرم دَمَ أَخِي الْمُسْلِمِ. قَالَا: أَلَمْ يَقُلِ اللَّهُ: [وقاتلوهم حَتَّى لَا تكونَ فتْنَة] فَقَالَ ابْنُ عُمَرَ: قَدْ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ وَكَانَ الدِّينُ لِلَّهِ وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لغيرِ اللَّهِ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৬০০৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা তোফায়েল ইবনে আমর দাওসী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিলেন, দাউস গোত্র ধ্বংস হইয়া গিয়াছে। তাহারা আল্লাহর নাফরমানী করিয়াছে এবং ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করিয়াছে। সুতরাং আপনি তাহাদের উপর আল্লাহর কাছে বদ-দো'আ করুন। তখন লোকেরা ধারণা করিল, হুযূর (ﷺ) তাহাদের উপর বদ-দো'আ করিবেন, কিন্তু তিনি বলিলেন, হে আল্লাহ্! তুমি দাউস গোত্রকে হেদায়ত দান কর এবং তাহাদিগকে নিয়া আস (অর্থাৎ, মদীনার দিকে হিজরত করিবার তৌফীক দাও)। — মোত্তাঃ
كتاب المناقب
وَعَن أبي هريرةَ قَالَ: جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وسل فَقَالَ: إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৬০০৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা তিন কারণে আরবকে ভালবাসিবে। প্রথমত, আমি হইলাম আরবী, দ্বিতীয়ত, কোরআন মজীদের ভাষা হইল আরবী এবং তৃতীয়ত, বেহেশতবাসীদের কথাবার্তার মাধ্যমও হইবে আরবী। —বায়হাকী তাঁহার শোআবুল ঈমান গ্রন্থে
كتاب المناقب
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَحِبُّوا الْعَرَبَ لِثَلَاثٍ: لِأَنِّي عَرَبِيٌّ وَالْقُرْآنُ عَرَبِيٌّ وَكَلَامُ أَهْلِ الْجَنَّةِ عربيٌّ «. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي» شعب الْإِيمَان
তাহকীক: