মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬০১৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৫। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের মধ্যে আমার সাহাবীগণ হইলেন খাদ্যের মধ্যে লবণের মত। বস্তুত, লবণ ব্যতীত খাদ্য সুস্বাদু হয় না। হযরত হাসান বসরী (রহঃ) বলিয়াছেন, আমাদের লবণ চলিয়া গিয়াছে, সুতরাং আমরা কেমন করিয়া সংশোধিত হইব। — শরহে সুন্নাহ্
كتاب المناقب
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ أَصْحَابِي فِي أُمَّتِي كَالْمِلْحِ فِي الطَّعَامِ لَا يَصْلُحُ الطَّعَامُ إِلَّا بِالْمِلْحِ» قَالَ الْحَسَنُ: فَقَدْ ذَهَبَ مِلْحُنَا فَكَيْفَ نصلح؟ رَوَاهُ فِي «شرح السّنة»
হাদীস নং: ৬০১৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুরায়দা (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই যমীনে আমার কোন একজন সাহাবী ইনতেকাল করিবেন, কিয়ামতের দিন তাহাকে এইভাবে উঠান হইবে যে, তিনি সেই যমীনের অধিবাসীগণকে জান্নাতের দিকে টানিয়া লইয়া যাইবেন এবং তিনি হইবেন তাহাদের জন্য আলো। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। আর ইবনে মাসউদের হাদীস لَا يُبَلِّغُنِي أَحَدٌ হিফযুল লেসান অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
كتاب المناقب
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي يَمُوتُ بِأَرْضٍ إِلَّا بُعِثَ قَائِدًا وَنُورًا لَهُمْ يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَذُكِرَ حَدِيثَ ابْنِ مَسْعُودٍ «لَا يُبَلِّغُنِي أَحَدٌ» فِي بَاب «حفظ اللِّسَان»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০১৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা ঐ সমস্ত লোকদিগকে দেখিবে, যাহারা আমার সাহাবীদিগকে গাল-মন্দ করে, তখন তোমরা বলিবে, তোমাদের প্রতি আল্লাহর লানত তোমাদের এই মন্দ আচরণের জন্য। – তিরমিযী
كتاب المناقب
اَلْفصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِذا رَأَيْتُمْ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شركم . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক: