মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৬০২৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় আমরা কাহাকেও আবু বকর (রাঃ)-এর সমকক্ষ মনে করিতাম না। তারপর ওমর (রাঃ)-কে এবং তারপর ওসমান (রাঃ)-কে মর্যাদা দিতাম। অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীদের মর্যাদা সম্পর্কিত আলোচনা পরিহার করিতাম। তাহাদের মধ্যে একের উপর অন্যকে প্রাধান্য দিতাম না। -বুখারী
كتاب المناقب
وَعَن ابْن عمرٍ قَالَ: كُنَّا فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُفَاضِلُ بَيْنَهُمْ. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ قَالَ: كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: أَفْضَلُ أُمَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ عمر ثمَّ عُثْمَان رَضِي الله عَنْهُم
তাহকীক:
হাদীস নং: ৬০২৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেকোন ব্যক্তি আমাদের প্রতি যেই কোন প্রকারের এহসান করিয়াছে, আমরা উহার প্রতিদান দিয়াছি, আবু বকরের এহসান ব্যতীত। তিনি আমাদের প্রতি যেই এহসান করিয়াছেন, আল্লাহ্ তা'আলাই কিয়ামতের দিন তাঁহাকে উহার প্রতিদান প্রদান করিবেন। আর কাহারও মাল-সম্পদ আমাকে ততখানি উপকৃত করিতে পারে নাই, যতখানি আবু বকরের মাল আমাকে উপকৃত করিয়াছে। আর আমি যদি (আল্লাহ্ ছাড়া অন্য কাহাকেও) খলীল বা অন্তরং্গ বন্ধুরূপে গ্রহণ করিতাম, তাহা হইলে আবু বকরকেই অন্তরং্গ বন্ধুরূপে গ্রহণ করিতাম। জানিয়া রাখ ! তোমাদের সঙ্গী [অর্থাৎ, নবী (ﷺ)] আল্লাহ্ই খলীল (বন্ধু)। — তিরমিযী
كتاب المناقب
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِأَحَدٍ عِنْدَنَا يَدٌ إِلَّا وَقَدْ كَافَيْنَاهُ مَا خَلَا أَبَا بَكْرٍ فَإِنَّ لَهُ عِنْدَنَا يَدًا يُكَافِيهِ اللَّهُ بهَا يومَ الْقِيَامَة وَمَا نَفَعَنِي مَالٌ قَطُّ مَا نَفَعَنِي مَالُ أَبِي بَكْرٍ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا أَلَا وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৬০২৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৭। হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, আবু বকর আমাদের সরদার, আমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং আমাদের সকলের চাইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় ছিলেন। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَبُو بَكْرٍ سَيِّدُنَا وَخَيْرُنَا وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৬০২৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর (রাঃ)-কে উদ্দেশ্য করিয়া বলিয়াছেনঃ তুমি আমার (সওর) গুহার সঙ্গী এবং হাউযে কাওসারে আমার সাথী। —তিরমিযী
كتاب المناقب
وَعَن ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «أَنْتَ صَاحِبِي فِي الْغَارِ وصاحبي على الْحَوْض» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৬০২৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই জমাআতে বা সমাবেশে আবু বকর উপস্থিত থাকিবেন; সেইখানে তিনি ব্যতীত অন্য কাহারও ইমামতি করা উচিত হইবে না। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب المناقب
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْبَغِي لِقَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
তাহকীক: