মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬০৮৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - (আবু বাকর সিদ্দীক, উমার ফারূক এবং উসমান গনী রাযিয়াল্লাহু আনহুম) তিনজনের একত্রে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশায় আমরা বলিতাম, আবু বকর, ওমর এবং ওসমান, “আল্লাহ্ তা'আলা তাঁহাদের প্রতি সন্তুষ্ট থাকুন।” — তিরমিযী
كتاب المناقب
الْفَصْل الثَّانِي
عَن ابْن عمر قَالَ: كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ رَضِي الله عَنْهُم. رَوَاهُ التِّرْمِذِيّ