ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৯
- সামগ্রিক মূলনীতিসমূহ
আলিমগণের (জ্ঞানীগণের) মর্যাদা
(৫৯) আবু দারদা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয় আলিমগণই (জ্ঞানীগণ) নবীগণের উত্তরাধিকারী। তারা ইলমের উত্তরাধিকার লাভ করেছেন।
كتاب الجامع
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: إن العلماء هم ورثة الانبياء ... ورثوا العلم
তাহকীক:
হাদীস নং: ৬০
- সামগ্রিক মূলনীতিসমূহ
আলিমগণের (জ্ঞানীগণের) মর্যাদা
(৬০) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আলিমগণ (জ্ঞানীগণ) নবীগণের স্থলাভিষিক্ত। (বাযযার। এই বর্ণনার সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য)।
كتاب الجامع
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: العلماء خلفاء الانبياء
তাহকীক: