ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬৩
- সামগ্রিক মূলনীতিসমূহ
সাহাবিগণের পরবর্তী যুগের মুসলিমগণের মর্যাদা
(৬৩) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে আমাকে দেখেছে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তার জন্য মহান সুসংবাদ । আর যে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে অথচ আমাকে দেখে নি তার জন্য সাতবার মহান সুসংবাদ।
كتاب الجامع
عن أبي أمامة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طوبى لمن رآني وآمن بي وطوبى لمن آمن بي ولم يرني سبع مرار
তাহকীক: