ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৭৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পূর্ণ বিবরণ
(৭৬) উসমান ইবন আফফান রা.র খাদেম হুমরান নামক তাবিয়ি আমি দেখলাম উসমান রা. একপাত্র পানি চেয়ে নিলেন। এরপর বলেন, তিনি তার দুই হাতের তালুর উপরে তিনবার পানি ঢেলে ধৌত করলেন । এরপর তার ডানহাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। এরপর তিনবার তিনি তার মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত দুইহাত ধৌত করলেন। এরপর তার মাথা মাসাহ করলেন । এরপর গোড়ালির উপরের উঁচু হাড় (গোড়ালির গাঁট, গুলফ বা টাখনু) পর্যন্ত তার দুইপা তিনবার ধৌত করলেন। এরপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার ওযুর অনুরূপ ওযু করবে এবং এরপর পরিপূর্ণ মনোযোগের সাথে দুই রাকআত সালাত আদায় করবে, যে সালাতে নিজের মনের সাথে কোনো কথা বলবে না (সালাতের বাইরের কোনো বিষয় মনের মধ্যে চিন্তা করবে না) তার পূর্ববর্তী সকল গোনাহ ক্ষমা করা হবে।
كتاب الطهارة
عن حمران أنه رأى عثمان بن عفان رضي الله عنه دعا بإناء فأفرغ على كفيه ثلاث مرار فغسلهما ثم أدخل يمينه في الإناء فمضمض واستنشق ثم غسل وجهه ثلاثا ويديه إلى المرفقين ثلاث مرار ثم مسح برأسه ثم غسل رجليه ثلاث مرار إلى الكعبين ثم قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ نحو وضوئي هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه.
তাহকীক:
হাদীস নং: ৭৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পূর্ণ বিবরণ
(৭৭) তাবিয়ি ইবন আবী মুলাইকা উসমান রা. থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন। এই বর্ণনায় ইবন আবী মুলাইকা অতিরিক্ত বলেছেন, ‘তিনি তিনবার কুলি করেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করেন ।... তিনি হাতে পানি নিয়ে তার মাথা ও দুইকান মাসাহ করেন'।
كتاب الطهارة
عن ابن أبي مليكة به نحوه وفيه: فتمضمض ثلاثا واستنثر ثلاثا وفيه: فأخذ ماء فمسح برأسه وأذنيه.
তাহকীক:
হাদীস নং: ৭৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পূর্ণ বিবরণ
(৭৮) তাবিয়ি আবু আলকামাও এই হাদীসটি উসমান রা. থেকে বর্ণনা করেছেন । এই বর্ণনায় আবু আলকামা বলেন, তিনি ওযু করতে শুরু করে ডানহাত দিয়ে বাম হাতের উপর পানি ঢাললেন এবং দুইহাত কব্জি পর্যন্ত ধৌত করলেন ।
كتاب الطهارة
عن أبي علقمه به نحوه وفيه: فتوضأ فأفرغ بيده اليمنى على اليسرى - غسلهما إلى الكوعين
তাহকীক:
হাদীস নং: ৭৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পূর্ণ বিবরণ
(৭৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে, তখন সে যেন তার হাত তিনবার ধোয়ার আগে তা পানির পাত্রে চুবিয়ে না দেয়। (বুখারি ও মুসলিম)।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاثا.
তাহকীক: