ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিপূর্ণ ওযু করা, আঙুল খিলাল করা ও নাকে পানি দেওয়ায় অধিক সচেষ্ট হওয়া
(৮৫) লাকীত ইবন সাবিরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করবে, আঙুলের মধ্যে আঙুল ঢুকিয়ে খিলাল করবে এবং যদি তুমি সিয়াম পালনরত অবস্থায় না থাক তাহলে নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করার বিষয়ে বাড়াবাড়ি করবে। (যথাসাধ্য বেশী করে নাকের মধ্যে পানি প্রবেশ করিয়ে নাক পরিষ্কারের চেষ্টা করবে)।
كتاب الطهارة
عن لقيط بن صبرة رضي الله عنه مرفوعا: أسبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الإستنشاق إلا أن تكون صائما
tahqiq

তাহকীক: