ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মহিলার চুলের বেণি খোলা
(১৩৭) উম্মু সালামা রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো একজন মহিলা, আমি আমার চুল বেঁধে রাখি । আমি রাসূল, কি নাপাকির (অন্য বর্ণনায়: হায়িযের) গোসল করতে চুল খুলব? তিনি বলেন, না। তোমার জন্য যথেষ্ট যে, তুমি তোমার মাথায় তিন আঁজলা পানি ঢালবে (মুসলিম)।
كتاب الطهارة
عن أم سلمة رضي الله عنها قالت: قلت يا رسول الله إني امرأة أشد شعر رأسي أفأنقضه لغسل الجنابة. وفي رواية: للحيضة فقال: لا، إنما يكفيك أن تحتي على رأسك ثلاث حثيات (ثم تفيضين عليك الماء فتطهرين)
তাহকীক:
হাদীস নং: ১৩৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মহিলার চুলের বেণি খোলা
(১৩৮) আয়িশা রা. বলেন, তিনি বিদায় হজ্জের সময় হায়িয থেকে পবিত্র হলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেন, তুমি তোমার চুল খুলবে এবং আঁচড়াবে। (বুখারি)।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها مرفوعا: أنقضي رأسك وامتشطي
তাহকীক: