ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুইবার দৈহিক মিলনের মাঝে ওযু করা মুসতাহাব
(১৪৯) আবু সায়ীদ খুদরি রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে পুনরায় মিলনের ইচ্ছা করে, তাহলে সে যেন মাঝে ওযু করে। (হাদীসটি মুসলিম সঙ্কলিত করেছেন । হাকিমের বর্ণনায় অতিরিক্ত একটি বাক্য রয়েছে। এই বর্ণনায় তিনি বলেছেন, ‘এভাবে ওযু করা পুনরাবৃত্তির জন্য অধিক উদ্দীপনা সৃষ্টিকারী’) ।
كتاب الطهارة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا أتى أحدكم أهله ثم أراد أن يعود فليتوضأ بينهما... فإنه أنشط للعود
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুইবার দৈহিক মিলনের মাঝে ওযু করা মুসতাহাব
(১৫০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্ত্রীর সাথে মিলিত হতেন। এরপর তিনি পুনরাবৃত্তি করতেন কিন্তু ওযু করতেন না। (তাহাবি) ।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يجامع ثم يعود ولا يتوضأ.
tahqiq

তাহকীক: