ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৮৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
নাবীয বা ফলের রস দিয়ে ওযু করা*
(১৮৩) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, জিনদের রাত্রিতে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার কাছে কি পানি আছে? আমি বললাম, না। তিনি বললেন, তোমার কাছে কি নাবীয (পানি মিশ্রিত ফলের রস) আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন সেই নাবীয দিয়ে ওযু করলেন।
كتاب الطهارة
عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ليلة الجن: أمعك ماء؟ قلت: لا قال: أمعك نبيذ؟ قلت: نعم فتوضأ به.
তাহকীক: