ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ১৮৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৮৯) ইবন আব্বাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, চামড়া যদি পাকা করা হয় তাহলে তা পবিত্র হয়ে যায়। (মুসলিম) ।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا دبغ الإهاب فقد طهر.
তাহকীক:
হাদীস নং: ১৯০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯০) ইবন আব্বাস রা. বলেন, মাইমূনা রা.র এক খাদেমাকে একটি ছাগি দান করা হয়। ছাগিটি মারা যায়। রাসূলুল্লাহ (ﷺ) মৃত ছাগিটির নিকট দিয়ে গমন করেন। তিনি বলেন, তোমরা এই ছাগির চামড়া নিয়ে পাকা করে ব্যবহার করলে না কেন? উপস্থিত মানুষেরা বলেন, এটি তো মৃত । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (জবাই ছাড়া মৃত্যুর ফলে) ভক্ষণ করা হারাম হয়েছে মাত্র, চামড়া ব্যবহার হারাম হয় নি। (মুসলিম)।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما قال: تصدق على مؤلاتِ لميمونة بشاة فماتت فمر بها رسول الله صلى الله عليه وسلم فقال: هلا أخذتم إهابها فدبعتموه فانتفعتم به فقالوا: إنّها ميتة فقال: إنما حرم أكلها.
তাহকীক:
হাদীস নং: ১৯১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯১) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) শুধুমাত্র মৃত পশুর মাংস হারাম করেছেন। চামড়া, পশম ও চুল ব্যবহারে কোনো আপত্তি নেই।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما: إنما حرم رسول الله صلى الله عليه وسلم من الميتة لحمها وأما الجلد والشعر والصوف فلا بأس به.
তাহকীক:
হাদীস নং: ১৯২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯২) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, হাতি বা অনুরূপ মৃতপশুর হাড় বা অনুরূপ দ্রব্যের বিষয়ে আমি পূর্ববর্তী যুগের অনেক আলিমকে দেখেছি তারা এগুলো দিয়ে চুল আঁচড়াতেন এবং তা দিয়ে তৈরী পাত্রে তেল রেখে ব্যবহার করতেন। এসবের ব্যবহারে কোনো আপত্তি বা অসুবিধা আছে বলে তারা মনে করতেন না।
كتاب الطهارة
قال الزهري في عظام المؤتى نحو الفيل وغيره: أدركت ناسا من سلف العلماء يمتشطون بها ويدهنون فيها لا يرون به بأسا.
তাহকীক:
হাদীস নং: ১৯৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯৩) তাবিয়ি মুহাম্মাদ ইবন সীরীন (১১০ হি.) ও ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, হাতির দাতের (ivory) ব্যবসা করায় কোনো অসুবিধা নেই।
كتاب الطهارة
عن ابن سيرين وإبراهيم: لا بأس بتجارة العاج.
তাহকীক:
হাদীস নং: ১৯৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯৪) আব্দুল্লাহ ইবন উকাইম আল জুহানি রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তোমরা মৃত পশুর চামড়া এবং স্নায়ু ব্যবহার করবে না বা কাজে লাগাবে না।
كتاب الطهارة
عن عبد الله بن عكيم رضي الله عنه مرفوعا: لا تنتفعوا من الميتة بإهاب ولا عصب
তাহকীক: