ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ঋতুবতী স্ত্রীর সাহচর্য
(২৩০) আয়িশা রা. বলেন, আমার ঋতুবতী থাকা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইযার বা খোলা লুঙ্গি পরিধান করতে নির্দেশ দিতেন। এরপর তিনি আমার সাথে সম্মিলিত হতেন।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يأمرني فأتزر فيباشرني وأنا حائض
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ঋতুবতী স্ত্রীর সাহচর্য
(২৩১) উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করি, স্বামীর জন্য ঋতুবতী স্ত্রীর কী পরিমাণ সাহচর্য বৈধ? তিনি বলেন, ইযার বা নিম্নাঙ্গে পরিহিত খোলা সেলাইবিহীন লুঙ্গির উপরে যা কিছু সবই বৈধ।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه: سألت رسول الله صلى الله عليه وسلم ما يحل للرجل من امرأته وهي حائض؟ قال فقال ما فوق الإزار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ঋতুবতী স্ত্রীর সাহচর্য
(২৩২) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ঋতুবতী স্ত্রীর সাথে যৌনমিলন ছাড়া সবকিছুই করবে।
كتاب الطهارة
عن أنس رضي الله عنه مرفوعا: إصنعوا كل شيء إلا النكاح