ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হালাল জীব-জানোয়ারের লালা পবিত্র
(২৬৬) আমর ইবন খারিজা রা. বলেন, নবী (ﷺ) তাঁর উটের উপরে বসে বক্তৃতা প্রদান করছিলেন। এসময়ে আমি তাঁর উটের গলার নীচে ছিলাম । উটটি জাবর কাটছিল এবং তার লালা গড়িয়ে আমার কাঁধের উপর পড়ছিল ।
كتاب الطهارة
عن عمرو بن خارجة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خطب على ناقته وأنا تحت جرانها وهي تقصع بجرتها وإن لعابها يسيل بين كتفي
tahqiq

তাহকীক: