ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ২৭৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৬) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মলত্যাগের জন্য বের হন। তিনি আমাকে বলেন, আমাকে তিনটি পাথর এনে দাও। আমি দুইটি পাথর পেলাম এবং তৃতীয় একটি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তখন একদলা পশুর শুকনো মল বা গোবর নিলাম । অতঃপর সেগুলো তাঁর কাছ এনে দিলাম। তিনি পাথর দুইটি নিলেন এবং গোবরের টুকরা ফেলে দিলেন এবং বললেন, এটা অপবিত্র।
كتاب الطهارة
عن عبد الله رضي الله عنه يقول: أتى النبي صلى الله عليه وسلم الغائط فأمرني أن آتيه بثلاثة أحجار فوجدت حجرين والتمستُ الثالث فلم أجده فأخذت روثة فأتيته بها فأخذ الحجرين وألقى الروثة وقال: هذا ركس
তাহকীক:
হাদীস নং: ২৭৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (প্রকৃতির ডাকে সাড়া দিয়ে) নির্জনস্থানে গমন করলে আমি এবং আমার মতো আরেকজন বালক দুজনে একপাত্র পানি ও একটি বল্লম বা বর্শা নিয়ে গমন করতাম (ওযুর জন্য পানি ও নামাযের সামনে সুতরা বা আড়াল হিসাবে ব্যবহারের জন্য বর্শা) । তিনি পানি দিয়ে ইসতিনজা করতেন ।
كتاب الطهارة
عن أنس رضي الله عنه يقول: كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنزة يستنجي بالماء
তাহকীক:
হাদীস নং: ২৭৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৮) আলী রা. বলেন, তোমাদের পূর্বের যুগের মানুষেরা ছাগলের মতো দানাদানা মলত্যাগ করত। আর তোমরা নরম ও বেশী মলত্যাগ কর।** কাজেই তোমরা পাথর ব্যবহারের পরে পানি ব্যবহার করবে।
كتاب الطهارة
عن علي رضي الله عنه إن من كان قبلكم كانوا يبعرون بعرا وإنكم تثلطون ثلطا فاتبعوا الحجارة بالماء
তাহকীক:
হাদীস নং: ২৭৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৯) উমার রা.র খাদিম ইয়াসার ইবন নুমাইর বলেন, উমার রা. যখন পেশাব করতেন তখন বলতেন, আমাকে কিছু দাও, যা দিয়ে আমি ইসতিনজা করব । তখন আমি কাঠের টুকরা ও পাথর তার হাতে প্রদান করতাম, অথবা তিনি কোনো প্রাচীরে এসে তাতে মুছে নিতেন, অথবা মাটি স্পর্শ করতেন, আর তিনি তা (যৌনাঙ্গ) ধৌত করতেন না।
كتاب الطهارة
عن مولى عمر يسار بن نمير قال: كان عمر رضي الله عنه إذا بال قال: ناولني شيئا أستنجي به قال: فأناوله العود والحجر أو يأتي حائطا يمسح به أو يمس الأرض ولم يكن يغسله
তাহকীক:
হাদীস নং: ২৮০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৮০) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, যখন কুবাবাসীদের সম্পর্কে এই আয়াত নাযিল হল: 'তথায় এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদিগকে আল্লাহ পছন্দ করেন'। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে তাদের পবিত্রতা অর্জনের বিষয়ে জিজ্ঞাসা করেন। তারা বলেন, আমরা পাথর ব্যবহারের পরে পানি ব্যবহার করি।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما قال: لما نزلت هذه الآية في أهل قباء: فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين فسألهم رسول الله صلى الله عليه وسلم فقالوا: إنا نتبع الحجارة الماء
তাহকীক: