ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৬
নামাযের অধ্যায়
ইশার সালাত পিছিয়ে আদায় করা মুসতাহাব
(৩১৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের জন্য কষ্টসাধ্য না হলে আমি তাদের নির্দেশ প্রদান করতাম, তারা যেন ইশার সালাত রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত পিছিয়ে দেয়।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لولا أن أشق على أمتي لأمرتهم أن يؤخروا العشاء إلى ثلث الليل أو نصفه
tahqiq

তাহকীক: