ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪৭
নামাযের অধ্যায়
মুয়াযযিনের বিবরণ
(৩৪৭) মালিক ইবন হুওয়াইরিস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন সালাত উপস্থিত হবে তখন তোমাদের মধ্য থেকে একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে ইমাম হয়ে তোমাদের সালাত আদায় করাবে।
كتاب الصلاة
عن مالك بن الحويرث رضي الله عنه مرفوعا: إذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم وليؤمكم أكبركم
হাদীস নং: ৩৪৮
নামাযের অধ্যায়
মুয়াযযিনের বিবরণ
(৩৪৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে যারা উত্তম তারা তোমাদের জন্য আযান দিবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما رفعه: ليؤذن لكم خياركم
tahqiq

তাহকীক: