ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৮০
নামাযের অধ্যায়
সফরে আযান ও ইকামত
(৩৮০) মালিক ইবনুল হুওয়াইরিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফর ইচ্ছুক দুই ব্যক্তিকে বলেন, যখন সালাত উপস্থিত হবে তখন তোমরা আযান এবং ইকামত প্রদান করবে। এরপর তোমাদের মধ্যে যে বেশী বয়স্ক সে ইমামতি করবে।
كتاب الصلاة
عن مالك بن الحويرث رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال في الرجلين اللذين يريدان السفر: إذا حضرت الصلاة فأذنا وأقيما ثم ليؤمكما أكبركما
তাহকীক:
হাদীস নং: ৩৮১
নামাযের অধ্যায়
সফরে আযান ও ইকামত
(৩৮১) সালমান ফারসি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি বিরান-বিজন প্রান্তরে থাকা অবস্থায় সালাত উপস্থিত হয় তাহলে সে যেন ওযু করে। যদি পানি না পায় তাহলে সে তায়াম্মুম করবে। এরপর যদি সে ইকামত দেয় তাহলে তার দুই ফিরিশতা তার সাথে সালাত আদায় করবে। আর যদি সে আযান ও ইকামত প্রদান করে তাহলে তার পেছনে আল্লাহর এত সৈন্য সালাত আদায় করবে যা তার দুইচক্ষু অবলোকন করতে পারবে না।
كتاب الصلاة
عن سلمان الفارسي رضي الله عنه مرفوعا: إذا كان الرجل بأرض قي فحانت الصلاة فليتوضأ فإن لم يجد ماء فليتيمم فإن أقام صلى معه ملكاه وإن أذن وأقام صلى خلفه من جنود الله ما لا يرى طرفاه
তাহকীক: