ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৭
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৭) মালিক ইবন হুয়াইরিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকবীর তাহরীমা বলতেন তখন তাঁর দুইহাত এতদূর উঠাতেন যে, হাত দুইটি দুই কানের সমান্তরালে থাকত অন্য বর্ণনায় আছে, হাত দুইটি দুই কানের উপরিভাগের সমান্তরালে থাকত।
كتاب الصلاة
عن مالك بن الحويرث رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كبر رفع يديه حتى يحاذي بهما أذنيه. وفي رواية: حتّى يحاذي بهما فروع أذنيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১৮
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৮) ওয়ায়িল ইবন হুজর রা. তাকবীরে তাহরীমার সময় দুইহাত কান পর্যন্ত উঠানোর বিবরণ প্রদান করেছেন। তার হাদীসের শেষে তিনি বলেন, অতঃপর তিনি তাঁর ডানহাত বাম হাতের উপর রাখেন।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه نحوه (رفع يديه حين دخل في الصلاة حيال أذنيه ثم التحف بثوبه) ثم وضع يده اليمنى على اليسرى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১৯
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৯) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, তিনি সালাত শুরু করলে তাঁর দুইহাত কান পর্যন্ত উঠালেন । আমি পরের বার যখন তাদের কাছে আগমন করলাম তখন দেখলাম তারা সালাত শুরুর সময় তাদের হাতগুলো বুক পর্যন্ত উঠাচ্ছেন ।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه قال: ثم أتيتهم فرأيتهم يرفعون أيديهم إلى صدورهم في افتتاح الصلاة وعليهم برانس وأكسية
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২০
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২০) আবু হুমাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকবীরে তাহরীমার সময় তাঁর হাত দুইটি দুই কাঁধের সমান্তরালে রাখতেন ।
كتاب الصلاة
عن أبي حميد رضي الله عنه مرفوعا: جعل يديه حذو منكبيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২১
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২১) আবু হুমাইদ সায়িদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের ইচ্ছা করলে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াতেন এবং তাঁর দুইহাত উঠিয়ে দুই কাঁধের সমান্তরাল করতেন। এরপর বলতেন, আল্লাহু আকবার ।
كتاب الصلاة
عن أبي حميد الساعدي رضي الله عنه في صفة صلاته صلى الله عليه وسلم: (إذا قام إلى الصلاة) اعتدل قائما ورفع يديه حتى يحاذي بهما منكبيه ثم قال الله أكبر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২২
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২২) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেন যে, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন তাঁর দুইহাত এমনভাবে উঠাতেন যে, হাত দুইটি কাঁধের সমান্তরালে থাকত এবং তাঁর দুই বৃদ্ধাঙ্গুলি দুই কানের সমান্তরালে থাকত । অতঃপর তিনি আল্লাহু আকবার বলতেন।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه أنه أبصر النبي صلى الله عليه وسلم حين قام إلى الصلاة رفع يديه حتى كانتا بحيال منكبيه و حاذى بإبهاميه أذنيه ثم كبر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৩
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২৩) ওয়ায়িল ইবন হুজর বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, হে ওয়ায়িল ইবন হুজর, তুমি যখন সালাত আদায় করবে তখন তোমার দুইহাত তোমার দুইকানের সমান্তরালে রাখবে। আর মহিলা তার দুইহাত তার দুইস্তনের সমান্তরালে রাখবে।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه رفعه: يا وائل بن حجر إذا صليت فاجعل يديك حذاء أذنيك والمرأة تجعل يديها حذاء ثدييها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২৪) তাবিয়ি আব্দু রাব্বিহি বলেন, আমি উম্মু দারদা রা.কে দেখলাম, তিনি তার দুইহাত তার দুইকাঁধ পর্যন্ত উঠাতেন।
كتاب الصلاة
عن عبد ربه قال: رأيت أم الدرداء ترفع يديها في الصلاة حذو منكبيها
tahqiq

তাহকীক: