ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৪৩৪
নামাযের অধ্যায়
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিরাআত (কুরআন পাঠ) ছাড়া সালাত হবে না।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا صلاة إلا بقراءة
তাহকীক:
হাদীস নং: ৪৩৫
নামাযের অধ্যায়
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো সালাত আদায় করবে এবং তার মধ্যে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পাঠ করবে না তার সালাত অপূর্ণাঙ্গ, তিনবার, অসম্পূর্ণ ।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تمام
তাহকীক:
হাদীস নং: ৪৩৬
নামাযের অধ্যায়
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আমরা সূরা ফাতিহা এবং যা সম্ভব হয় পাঠ করব ।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه قال: أمرنا أن نقرأ بفاتحة الكتاب وما تيسّر
তাহকীক:
হাদীস নং: ৪৩৭
নামাযের অধ্যায়
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৭) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ফরয সালাত বা অন্য সালাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবে না তার সালাত নেই।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: ولا صلاة لمن لم يقرأ بالحمد وسورة في فريضة أو غيرها
তাহকীক:
হাদীস নং: ৪৩৮
নামাযের অধ্যায়
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৮) উবাদাহ ইবনুস সামিত রা. থেকে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং অতিরিক্ত পাঠ না করবে তার সালাত নেই । হাদীসের বর্ণনাকারী তাবি’-তাবিয়ি সুফিয়ান ইবন উয়াইনাহ (মৃ: ১৯৮ হি.) বলেন, এই বিধান যে ব্যক্তি একাকী সালাত আদায় করবে তার জন্য ।
كتاب الصلاة
عن عبادة بن الصامت رضي الله عنه مرفوعا: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب فصاعدا. قال سفيان: لمن يصلي وحده
তাহকীক:
হাদীস নং: ৪৩৯
নামাযের অধ্যায়
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৯) আবু কাতাদাহ রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসরের দুই রাকআতে (দ্বিতীয় বর্ণনায়: প্রথম দুই রাকআতে) সূরা ফাতিহা ও একটি একটি সূরা পাঠ করতেন। মাঝেমাঝে আমাদেরকে একটি আয়াত শুনাতেন।
كتاب الصلاة
عن أبي قتادة رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقرأ في الركعتين من الظهر والعصر بفاتحة الكتاب وسورة ويسمعنا الآية أحيانا، وفي لفظ : في الركعتين الأوليين …. الحديث
তাহকীক: