ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৭৯
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে দৃষ্টির স্থান
(৪৭৯) তাবিয়ি ইবন সীরীন বলেন, তারা ভালোবাসতেন যে, সালাত আদায়কারী ব্যক্তির দৃষ্টি তার সালাতের স্থানের বাইরে যাবে না।
كتاب الصلاة
عن ابن سيرين قال: كانوا يستحبون للرجل أن لا يجاوز بصره مصلاه
tahqiq

তাহকীক: