ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৮৮
নামাযের অধ্যায়
কীভাবে সাজদার জন্য নিচু হবে
(৪৮৮) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা করেন তখন তাঁর দুই হাতের আগে দুইহাঁটু মাটিতে রাখেন। আর তিনি যখন উঠেন তখন দুই হাঁটুর আগে দুইহাত উঠান ।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم إذا سجد يضع ركبتيه قبل يديه وإذا نهض رفع يديه قبل ركبتيه
হাদীস নং: ৪৮৯
নামাযের অধ্যায়
কীভাবে সাজদার জন্য নিচু হবে
(৪৮৯) আবু হুরাইরা রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন সাজদা করবে তখন যেন সে উটের বসার মতো না বসে। সে যেন তার দুইহাত মাটিতে রাখে এরপর তার দুইহাঁটু।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا سجد أحدكم فلا يبرك كما يبرك الجمل وليضع يديه ثم ركبتيه