ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪৯৬
নামাযের অধ্যায়
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৬) দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি ইয়াযীদ ইবন আবু হাবীব (মৃ: ১২৮ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইজন সালাত আদায়কারী মহিলার নিকট দিয়ে গমন করছিলেন। তিনি তাদেরকে বলেন, তোমরা যখন সাজদা করবে তখন তোমাদের দেহের কিছু মাংস মাটির সাথে মিলিয়ে দেবে; কারণ নারী এই বিষয়ে পুরুষের মতো নয়।
كتاب الصلاة
عن يزيد بن أبي حبيب أن رسول الله صلى الله عليه وسلم مر على امرأتين تصليان فقال: إذا سجدتما فضما بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل
তাহকীক:
হাদীস নং: ৪৯৭
নামাযের অধ্যায়
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৭) আলী রা. বলেন, স্ত্রীলোক যখন সাজদা করবে তখন সে মাটিতে পুতে বসবে এবং তার উরুগুলো মিলিয়ে রাখবে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: إذا سجدت المرأة فلتحتفر ولتضم فخذيها
তাহকীক:
হাদীস নং: ৪৯৮
নামাযের অধ্যায়
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৮) ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, যখন স্ত্রীলোক সালাতের মধ্যে বসবে তখন সে তার এক উরুকে অন্য উরুর উপর রাখবে। এবং যখন সাজদা করবে তখন তার পেটকে উরুর সাথে মিলিয়ে দেবে। যেন তার জন্য সবচেয়ে বেশী আড়াল হয়।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنه مرفوعاً: إذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الأخرى وإذا سجدت ألصقت بطنها في فخذيها كأستر ما يكون
তাহকীক:
হাদীস নং: ৪৯৯
নামাযের অধ্যায়
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৯) ইবন উমার রা.কে জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে মহিলাগন কীভাবে সালাত আদায় করতেন? তিনি বলেন, তারা চারজানু হয়ে বসতেন। এরপর তাদেরকে পুতে বসতে নির্দেশ দেওয়া হয় ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أنه سئل كيف كن النساء يصلين على عهد رسول الله صلى الله عليه وسلم؟ كن يتربعن ثم أمرن أن يحتفزن
তাহকীক: