ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৩৫
নামাযের অধ্যায়
ডানে ও বামে দুই সালাম
(৫৩৫) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ডানদিকে ও বামদিকে সালাম দিতেন, 'আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’, এমনকি (পেছন থেকে) তাঁর গালের শুভ্রতা দেখা যেত।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يسلم عن يمينه وعن يساره: السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله حتى يرى بياض خده
তাহকীক:
হাদীস নং: ৫৩৬
নামাযের অধ্যায়
ডানে ও বামে দুই সালাম
(৫৩৬) সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা ইমামের সালামের উত্তর দেব এবং আমরা পরস্পরকে ভালোবাসব এবং একে অপরকে সালাম দেব, (বাযযারের বর্ণনায়:) সালাতের মধ্যে।
كتاب الصلاة
عن سمرة رضي الله عنه قال: أمرنا النبي صلى الله عليه وسلم أن نرد على الإمام وأن نتحاب وأن يسلم بعضنا على بعض وزاد البزار : في الصلاة
তাহকীক: