ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৪৪
নামাযের অধ্যায়
সালাম শেষে ডানে এবং বামে ঘুরে বসা ও মুক্তাদিদের দিকে মুখ করা
(৫৪৪) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো একটি সালাত আদায় করতেন, তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন ।
كتاب الصلاة
عن سمرة بن جندب رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا صلى صلاة أقبل علينا بوجهه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৪৫
নামাযের অধ্যায়
সালাম শেষে ডানে এবং বামে ঘুরে বসা ও মুক্তাদিদের দিকে মুখ করা
(৫৪৫) আনাস রা. বলেন, আমি অধিকাংশ সময় রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর ডানদিকে ঘুরতে দেখেছি।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه قال: أكثر ما رأيت رسول الله صلى الله عليه وسلم ينصرف عن يمينه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৪৬
নামাযের অধ্যায়
সালাম শেষে ডানে এবং বামে ঘুরে বসা ও মুক্তাদিদের দিকে মুখ করা
(৫৪৬) ইবন মাসউদ রা. বলেন, আমি অনেক দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বামে ঘুরতেন।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه: لقد رأيت النبي صلى الله عليه وسلم كثيرا ينصرف عن يساره
tahqiq

তাহকীক: