ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬১০
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১০) ইবন আব্বাস রা. কুরআনের বাণী, 'আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে'এর ব্যাখ্যায় বলেন, তুমি একে পরিষ্কার ও সুষ্পষ্টরূপে পাঠ করবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى: ورتل القرآن ترتيلا قال بينه بيانا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১১
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১১) আলী রা. বলেন, তারতীল হল অক্ষরগুলো পরিপূর্ণ সুন্দররূপে পাঠ করা এবং ওয়াকফ বা থামার বিষয় অবগত হওয়া।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: الترتيل تجويد الحروف ومعرفة الوقوف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১২
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১২) তাবিয়ি কাতাদাহ বলেন, আনাস রা.কে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ (ﷺ) এর কুরআন পাঠ কেমন ছিল? তিনি বলেন, তাঁর কুরআন পাঠ ছিল টেনে টেনে দীর্ঘায়িত করে। এরপর তিনি পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রাহীম। তিনি 'বিসমিল্লাহ' দীর্ঘায়িত করেন, 'আর রহমান' দীর্ঘায়িত করেন এবং আর-রাহীম' দীর্ঘায়িত করেন।
كتاب الصلاة
عن قتادة قال: سئل أنس رضي الله عنه كيف كانت قراءة النبي صلى الله عليه وسلم؟ فقال كانت مدا ثم قرأ (بسم الله الرحمن الرحيم ) يمد ببسم الله ويمد بالرحمن ويمد بالرحيم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৩
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১৩) যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআনকে জোরালো উচ্চারণের সাথে অবতীর্ণ করা হয়েছে।
كتاب الصلاة
عن زيد بن ثابت رضي الله عنه مرفوعا: أنزل القرآن بالتفخيم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৪
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১৪) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরআন পাঠের সময় প্রত্যেক আয়াত পৃথকভাবে প্রত্যেক আয়াতের শেষে থেমে থেমে পাঠ করতেন।
كتاب الصلاة
عن أم سلمة رضي الله عنها قالت: أن النبي صلى الله عليه وسلم كان يقطع قراءته آية آية
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৫
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১৫) তাবিয়ি আবুল হুযাইল বলেন, সাহাবিগণ একটি আয়াত আংশিক পড়ে আংশিক ছেড়ে দেওয়া অপছন্দ করতেন।
كتاب الصلاة
عن ابن أبي الهذيل قال: كانوا يكرهون أن يقرؤوا بعض الآية ويتركوا بعضا
tahqiq

তাহকীক: