ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৬৪৮
নামাযের অধ্যায়
জামাআতের পুনরাবৃত্তি
(৬৪৮) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (মসজিদে নববিতে) সালাত আদায়ের উদ্দেশ্যে মদীনার একপ্রান্ত থেকে আগমন করেন । তিনি এসে দেখেন যে, মানুষেরা ইতিমধ্যেই সালাত শেষ করেছে । তখন তিনি নিজের বাড়ির দিকে চলে যান। তিনি পরিবারের সদস্যদের একত্র করে জামাআতে সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن أبي بكرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أقبل من نواحي المدينة يريد الصلاة فوجد الناس قد صلوا فمال إلى منزله فجمع أهله فصلى بهم
তাহকীক:
হাদীস নং: ৬৪৯
নামাযের অধ্যায়
জামাআতের পুনরাবৃত্তি
(৬৪৯) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবিগণকে নিয়ে জামাআতে সালাত শেষ করেন। এরপর একব্যক্তি আগমন করেন। তখন নবী (ﷺ) বলেন, কে এই ব্যক্তির সাথে সালাত আদায় করে তার সাথে ব্যবসা করবে, অথবা তাকে কিছু দান-সাদকা করবে। তখন একব্যক্তি তার সাথে সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بأصحابه ثم جاء رجل فقال نبي الله صلى الله عليه وسلم من يتجر أو يتصدق على هذا فيصلي معه قال فصلى معه رجل
তাহকীক:
হাদীস নং: ৬৫০
নামাযের অধ্যায়
জামাআতের পুনরাবৃত্তি
(৬৫০) জা'দ ইবন উসমান বলেন, আনাস ইবন মালিক রা. একটি মসজিদে আগমন করেন। সেখানে জামাআতে সালাত আদায় হয়ে গিয়েছিল । তিনি তখন আযান দেন, ইকামত দেন এবং জামাআতে সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن الجعد أبي عثمان قال: جاء أنس بن مالك رضي الله عنه إلى مسجد قد صلي فيه فأذن وأقام وصلى جماعة
তাহকীক: