ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৫৪
নামাযের অধ্যায়
একাকী সালাত আদায়ের পরে জামাআত পাওয়া
(৬৫৪) ইয়াযীদ ইবন আসওয়াদ রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে (বিদায় হজ্জের সময়ে) মিনায় ফজরের সালাত আদায় করেন । সালাতের পরে রাসূলুল্লাহ (ﷺ) দেখতে পান যে, দুইব্যক্তি সালাত আদায় করে নি। তিনি লোক দুইটিকে কাছে ডাকেন। তখন তাদেরকে তাঁর কাছে আনয়ন করা হয়। ভয়ে তাদের কাঁধ-বুকের পেশিগুলো কাঁপছিল। তিনি তাদেরকে বলেন, তোমরা আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? তারা বললেন, আমরা আমাদের তাঁবুতে সালাত আদায় করে নিয়েছিলাম তিনি বলেন, এরূপ করবে না। তোমরা যদি তোমাদের তাঁবুতে বা বাড়িতে সালাত আদায় করে নাও, এরপর দেখ যে, ইমাম তখনও সালাত আদায় করেন নি, তাহলে ইমামের সাথে আবার সালাত আদায় করবে। তা তোমাদের জন্য নফল বা অতিরিক্ত হবে।
كتاب الصلاة
عن يزيد بن الأسود رضي الله عنه أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بمنى فلما صلى رسول الله صلى الله عليه وسلم إذا هو برجلين لم يصليا فدعا بهما فجيء بهما ترعد فرائصهما فقال لهما ما منعكما أن تصليا معنا؟ قالا قد صلينا في رحالنا قال فلا تفعلاً إذا صليتم في رحالكم ثم أدركتم الإمام لم يصل فصليا معه فهي لكم نافلة
হাদীস নং: ৬৫৫
নামাযের অধ্যায়
একাকী সালাত আদায়ের পরে জামাআত পাওয়া
(৬৫৫) ইবন উমার রা. বলেন, যদি কেউ মাগরিব অথবা ফজরের সালাত আদায় করে, অতঃপর সে ইমামের সাথে তা আদায়ে সুযোগ পায় তাহলে সে যেন পুনরায় তা আদায় না করে।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما كان يقول: من صلى المغرب أو الصبح ثم أدركهما مع الإمام فلا يعد لهما
tahqiq

তাহকীক: