ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৬৫৮
নামাযের অধ্যায়
দুই বা ততোধিক ব্যক্তিতে জামাআত হবে
(৬৫৮) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুইজন বা ততোধিক ব্যক্তি হলেই জামাআত হবে।
كتاب الصلاة
عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعا: اثنان فما فوقهما جماعة
তাহকীক:
হাদীস নং: ৬৫৯
নামাযের অধ্যায়
দুই বা ততোধিক ব্যক্তিতে জামাআত হবে
(৬৫৯) কুবাস ইবন আশইয়াম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই ব্যক্তির একত্রে সালাত, যাতে একজন আরেকজনের ইমাম হবে তা চার ব্যক্তির পৃথক সালাতের চেয়ে আল্লাহর নিকট বেশী পবিত্র।
كتاب الصلاة
عن قباث بن أشيم رضي الله عنه مرفوعا: صلاة الرجلين يؤم أحدهما صاحبه أزكى عند الله من صلاة أربعة تترى
তাহকীক: