ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৭২
নামাযের অধ্যায়
বেড়ার আড়াল থেকে ইকতিদা করা
(৬৭২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে তাঁর কক্ষের মধ্যে সালাত আদায় করতেন। কক্ষের দেওয়াল ছিল ছোট। মানুষেরা রাসূলুল্লাহ (ﷺ) এর আকৃতি দেখতে পান । তখন কিছু মানুষ তাঁর পেছনে ইকতিদা করে তাঁর সাথে সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجرته وجدار الحجرة قصير فرأى الناس شخص النبي صلى الله عليه وسلم فقام أناس يصلون بصلاته
tahqiq

তাহকীক: