ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৭৪
নামাযের অধ্যায়
নফল সালাত আদায়কারীর পেছনে সালাত আদায় করা
(৬৭৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, মুআয ইবন জাবাল রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করতেন। এরপর তিনি নিজ সম্প্রদায়ের মানুষদের কাছে ফিরে গিয়ে তাদের ইমামতি করতেন।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنه أن معاذ بن جبل رضي الله عنه كان يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يرجع فيؤم قومه
হাদীস নং: ৬৭৫
নামাযের অধ্যায়
নফল সালাত আদায়কারীর পেছনে সালাত আদায় করা
(৬৭৫) মুআয ইবন রিফাআর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মুআয ইবন জাবাল রা.কে বলেন, হে মুআয, তুমি ফিতনাকারী হোয়ো না। তুমি হয় আমার সাথে সালাত আদায় করবে, অথবা তোমার সম্প্রদায়ের সালাত সংক্ষেপে আদায় করাবে।
كتاب الصلاة
عن معاذ بن رفاعة الأنصاري رضي الله عنه مرفوعا: يا معاذ بن جبل لا تكن فتانا إما أن تصلي معي وإما أن تخفف على قومك
হাদীস নং: ৬৭৬
নামাযের অধ্যায়
নফল সালাত আদায়কারীর পেছনে সালাত আদায় করা
(৬৭৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতের ইকামত দেওয়া হলে ফরয সালাত ছাড়া অন্য কোনো সালাত থাকে না।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة