ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭২৭
নামাযের অধ্যায়
আড়ালের মধ্য দিয়ে কেউ গমন করলে তাকে বাঁধা দেওয়া
(৭২৭) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ কোনো কিছুকে মানুষের থেকে আড়াল বা সুতরা বানিয়ে সামনে রেখে সালাত আদায় করবে, তখন যদি কেউ তার সামনে দিয়ে গমন করতে চায় তাহলে সে যেন তাকে ধাক্কা দেয়। যদি সে না মানে তাহলে সে যেন তার সাথে মারামারি করে; কারণ সে শয়তান।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان
তাহকীক: