ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৫৫
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে আয়াত গণনা করা
(৭৫৫) ওয়াসিলা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরয সালাতের মধ্যে আয়াত গুণতে নিষেধ করেছেন এবং নফল সালাতে অনুমতি দিয়েছেন।
كتاب الصلاة
عن واثلة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن عد الآي في المكتوبة ورخص في السبحة
তাহকীক:
হাদীস নং: ৭৫৫
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে আয়াত গণনা করা
(৭৫৫) ওয়াসিলা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরয সালাতের মধ্যে আয়াত গুণতে নিষেধ করেছেন এবং নফল সালাতে অনুমতি দিয়েছেন।
كتاب الصلاة
عن واثلة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن عد الآي في المكتوبة ورخص في السبحة
তাহকীক: