ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৬৬
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে পদযুগল সারিবদ্ধ করার বিধান ও পা বদল করে আরাম করা মুসতাহাব
(৭৬৬) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি একব্যক্তিকে দেখেন যে, সে তার পদযুগল সারিবদ্ধভাবে সোজা করে সালাত আদায়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, লোকটি সুন্নত ছেড়েছে (তার দাঁড়ানো সুন্নতসম্মত হয় নি)।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه أنه رأى رجلا (يصلي) صافا اوصافنا قدميه فقال: أخطأ السنة... لو راوح بينهما كان أحب إلي
তাহকীক: