ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮০৩
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না: মসজিদে হারাম, মসজিদে নববি ও মসজিদে আকসা।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮০৪
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো বাহনের জন্য উচিত নয় যে, কোনো মসজিদে গিয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে সফরের জন্য তাকে তৈরী করা হবে, তিনটি মসজিদ ছাড়া: মসজিদে হারাম, মসজিদে আকসা ও আমার এই মসজিদ।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا ينبغي للمطي أن تشد رحاله إلى مسجد يبتغى فيه الصلاة غير المسجد الحرام والمسجد الأقصى ومسجدي هذا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮০৫
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার মসজিদে একটি সালাত মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮০৬
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের প্রত্যেকে নিজ নিজ মসজিদে সালাত আদায় করবে এবং মসজিদ বেছে বেড়াবে না বা বিশেষ কোনো মসজিদে সালাত আদায়ের জন্য চেষ্টা করবে না।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ليصل أحدكم في مسجده ولا يتتبع المساجد