ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮১২
নামাযের অধ্যায়
তাহিয়্যাতুল মসজিদ
(৮১২) আবু কাতাদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বসার আগে দুই রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن أبي قتادة رضي الله عنه مرفوعا: إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس... فلا يجلس حتى يركع ركعتين
তাহকীক: